বেনাপোল সীমান্তে দুই নাইজেরিয়ান নাগরিকসহ আটক ৪

  23-09-2018 04:05PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে কমলেশ ও নাননা নামে দুই নাইজেরিয়ান নাগরিকসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। এসময় ৬টি পাসপোর্ট ৫টি মোবাইল, ৪টি হাত ঘড়ি, ৮টি ক্যাশ কার্ড ও ৪শ ডলার ও বৈদেশিক মুদ্রা জব্দ করেন তারা।

আটক কমলেশ নাইজেরিয়ার সলোমনের ছেলে ও নাননা একই দেশের আগুয়ার ছেলে। অন্য দুই জন বেনাপোল পাঠবাড়ী এলাকার শীতানাব পালের ছেলে অনীল পাল ও খুলনার মুনসুর শেখের মেয়ে রিজিয়া খাতুন।

খুলনা ২১বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান,আগামী নির্বাচ কে সামনে রেখে সীমান্ত এলাকায় নজরদারী বাড়িয়েছে বিজিবি। রবিবার সকালে বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে আটক করা হয় দুই নাইজেরিয়ান নাগরিকসহ ৪জনকে। এসময় বিদেশিদের কাছ থেকে১০হাজার নাইজেরিয়ান টাকা ৪শ ডলার, ২হাজার৩শ ভারতীয় রুপি,সাড়ে ৫হাজার বাংলাদেশী টাকা ও ৬টি পাসপোর্ট ৫টি মোবাই সেট,৪টি হাত ঘড়ি, ৮টি ক্যাশ কার্ড একটি ভিডিও প্লেয়ারসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

আটককৃতদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন