ভারতে গি‌য়ে ছিনতাইকারীর কবলে পড়ে অবশেষে দেশে ফিরলেন সরবানু

  24-10-2018 02:55AM

পিএনএস ডেস্ক : চিকিৎসার জন্য ভারতে গি‌য়ে ছিনতাইকারীর কবলে পড়ে পাসপোর্ট ও ব্যাগেজ খুইয়ে ১৭দিন পর নিঃস্ব হয়ে দে‌শে ফিরলেন সরবানু বেগম (৫৫)।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোর জেলার ধোপাখোলা গ্রামের আবুল হোসেন হাওলাদারের স্ত্রী সরবানু।

জানা যায়, চিকিৎসার জন্য ১৭ দিন আগে তি‌নি ভারতে যান। প‌রে ভারতীয় ছিনতাইকারীরা তার পাসপোর্ট, ব্যাগেজ ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

সার্চ মানবাধিকার সংস্থার শার্শা উপজেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রুবেল বলেন, কলকাতা, বাংলাদেশের উপ-হাইকমিশন ও সার্চ মানবাধিকার এর সাহায্যে তিনি দেশে ফেরত আসেন। সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দমদম সরকারী নার্সিং হোমে ভর্তি করে তার চিকিৎসার ব্যবস্থা করেন উপ- হাইকমিশনার।

ফেরত আসার পরে তাকে তার পরিবারের কাছে তু‌লে দেওয়া হয়েছে ব‌লেও জানান তি‌নি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন