পলিথিন ব্যাগে সাত টুকরো লাশ

  12-11-2018 03:24PM

পিএনএস ডেস্ক : রাস্তার পাশে পড়ে ছিল বড় একটি পলিথিনের ব্যাগ। ব্যাগটির ভেতর থেকে আবছাভাবে দেখা যাচ্ছিল মানবদেহের অংশ। ব্যাগের ভেতরে মানুষের অঙ্গ আছে—এমন সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ এসে ব্যাগ খুলতেই বের হয় মানুষের খণ্ডিত অঙ্গপ্রত্যঙ্গ।

আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে মানবদেহের খণ্ডিত এই অংশগুলো উদ্ধারের ঘটনা ঘটে। পুলিশ জানায়, এগুলো এক পুরুষের দেহের বিভিন্ন অঙ্গ। লাশটি আট টুকরো করা। সাত টুকরো পাওয়া গেছে। মাথা পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাভেদ মাসুদ বলেন, লাশের পরিচয় এখনো জানা যায়নি। রাস্তার পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য এগুলো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

জাভেদ মাসুদ বলেন, লাশের পরিচয় জানতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হবে। স্বজনেরা এসে পরিচয় নিশ্চিত করলে মামলা করা হবে। না জানা গেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

পিএনএস/জ এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন