বেনাপোলের পুটখালী সীমান্তে ১২পিস স্বর্ণেরবারসহ আটক ১

  14-11-2018 09:26PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে ১২পিস স্বর্ণেরবারসহ আ : রহিম (২০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক রহিম পুটখালী পূর্ব পাড়ার ইউসুফ আলীর ছেলে।

বিজিবি জানান, একটি সুনির্দিষ্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি স্বর্ণের একটি চালান বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারতে পাচার হবে। স্বর্ণের চালানের সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি’র বিজিবি টহলদল অভিযান চালায়। অভিযান কালে বিকাল সাড়ে ৩টায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পূর্ব পাড়া নামক স্থানে সন্দেহজনকভাবে তিনজনের একটি পাচারকারী দলের দেখা পাওয়া যায়। এসময় বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করলে পাচারকারীরা পালানোর চেষ্টাকালে আ : রহিমকে আটক করে। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ১২পিস স্বর্ণেরবার জব্দ করা হয়। আটক স্বর্ণেরবারের ওজন ১কেজি ২০০ গ্রাম এবং যার বাজার মূল্য প্রায় ৬০লাখ টাকা।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস ১২পিস স্বর্ণেরবারসহ আ : রহিমকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত আসামী ও স্বর্ণেরবার বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন