ঢাবির কার্জন হলের সামনে থেকে নবজাতক উদ্ধার

  20-11-2018 04:11PM

পিএনএস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে একটি বিআরটিসি বাসের নিচ থেকে এক নবজাতক কন্যা সন্তানকে উদ্ধার করা হয়েছে। জীবিত ঐ কন্যা শিশুকে উদ্ধারের পর ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ২ টার দিকে শাহিন নামে এক পথচারী ওই নবজাতকে উদ্ধার করেন।

শাহিন জানান, কার্জন হলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় বিআরটিসি বাসের নিচ থেকে কান্নার শব্দ শুনতে পাই। পরে গিয়ে দেখি কাথা ও কাপড় দিয়ে মোড়ানো একটি নবজাতক বাচ্চা। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এস আই বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, কে বা কারা ওই নবজাতককে কাপড় দিয়ে পেচিয়ে কার্জন হলের সামনে দাঁড়ানো বাসের নিচে ফেলে রেখে যায়। নবজাতকটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা গুরুতর।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন