অরিত্রি আত্মহত্যার মামলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর

  05-12-2018 05:37PM

পিএনএস ডেস্ক :ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীর (১৫) আত্মহত্যার ঘটনায় পল্টন থানায় করা মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে মামলাটি পল্টন থানা থেকে পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, মামলাটির তদন্ত ভার ইতোমধ্যে ডিবি গ্রহণ করেছে। আমরা পর্যালোচনা করছি। তদন্ত শুরু করেছি। তবে এ মামলায় এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

এর আগে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মঙ্গলবার রাতে অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে পল্টন থানায় মামলাটি (নম্বর-১০) করেন।

উল্লেখ্য, উল্লেখ্য, রোববার (২ ডিসেম্বর) পরীক্ষায় নকল করে ধরা পড়েন অরিত্রী অধিকারী নামে ভিকারুননিসার নবম শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার দুপুরে ঢাকার শান্তিনগরের বাসায় নিজের ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে।

স্বজনদের দাবি, ওই ঘটনার পর অরিত্রীর বাবা-মাকে ডেকে নিয়ে ‘অপমান করেছিলেন’ অধ্যক্ষ। সেই কারণে ওই কিশোরী আত্মহত্যা করে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন