সহকর্মীকে হত্যা করে নৌকাসহ ডুবিয়ে দেয় তিন জেলে

  16-01-2019 03:41PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষ্যা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বোরহান উদ্দিন (৪৫)নামে এক সহকর্মী জেলেকে কুপিয়ে হত্যা করে লাশ নৌকাসহ পানিতে ডুবিয়ে দেয় তিন জেলে।ঘটনার ১৩ দিন পর নিহতের শ্যালকের কাছে প্রাথমিকভাবে হত্যার ঘটনা স্বীকার করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।আটককৃতরা হলেন,গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নারগানা গ্রামের পরিমল চন্দ্র বর্মন(৫২),কমল চন্দ্র বর্মন(৩৪)ও পাপন চন্দ্র বর্মন(২২)।পরে আটককৃতদের দেয়া তথ্যমতে মঙ্গলবার(১৫ জানুয়ারি)বিকালে শীতলক্ষা নদী থেকে ডুবুরির সহায়তায় লাশ উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিহত বোরহান উদ্দিন কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নারগানা গ্রামের আলী আজগরের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়,গত ২ জানুয়ারি রাতে বোরহান উদ্দিন শীতলক্ষ্যা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।১৩ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে বোরহানের শ্যালক মামুন মিয়া কৌশলে জেলে কমল চন্দ্র বর্মনের সঙ্গে কথা বলার এক পর্যায়ে কমল চন্দ্র মাছ ধরাকে কেন্দ্র করে বোরহান উদ্দিনকে হত্যা করার বিষয়টি স্বীকার করে।পরে এলকাবাসী কমল চন্দ্র,পরিমল চন্দ্র ও পাপন চন্দ্রকে আটক করে পুলিশে দেয়।

পলাশ থানার ওসি(তদন্ত)গোলাম মোস্তফা জানান,আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,মাছ ধরাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ পরিমল চন্দ্র বর্মন, কমল চন্দ্র ও পাপন চন্দ্রের সাথে বোরহান উদ্দিনের ঝগঁড়া চলছিল।এরই জের ধরে গত ২ জানুয়ারি রাতে বোরহান নদীতে মাছ ধরতে গেলে তাকে কুপিয়ে হত্যা করে মাছ ধরার জাল দিয়ে বেধে নৌকাসহ লাশটি পাথর চাপা দিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেয়।লাশটির সন্ধানে নদীতে ডুবরী নামিয়ে খোঁজা হচ্ছে।


পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন