বিপিএলে জুয়া; ভারতীয় নাগরিকের জেল

  16-01-2019 07:50PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দেশি জুয়াড়িদের পাশাপাশি ব্যাপকভাবে বেড়ে গেছে ভারতীয় জুয়াড়িদের সংখ্যা। ক্রিকেট মাঠে হাতেনাতে ধরে জরিমানাসহ নানা শাস্তি দেওয়ার পরেও থামছে না এদের তৎপরতা। বিপিএলের ঢাকা পর্ব শেষে সিলেট পর্বেও দেখা গেছে একই চিত্র। জুয়াড়িদের সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিজনের প্রথম ম্যাচ থেকেই ভারতীয় জুয়ারিরা তাদের কর্মকাণ্ড শুরু করেছেন। গতকালই ইমরান পাশা নামের ভারতের বিহারের এক বাসিন্দাকে গ্যালারি থেকে হাতেনাতে ধরে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ইমরান গ্যালারিতে বসে বেটিং করছিলেন এবং ভারতে যোগাযোগে চেষ্টা করছিলেন।

ওই ভারতীয় নাগরিকের কাছে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। ধরা পড়ার পর ইমরান অপরাধ স্বীকার করে ভবিষ্যতে আর না করার প্রতিশ্রুতি দেন। এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ ভারতীয় জুয়াড়িকে ৪ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন