মহাদেবপুরে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগে পেট্রোল পাম্প সিলগালা

  22-01-2019 03:40PM

পিএনএস, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে পেট্রোল বিক্রির ঘটনায় একটি পাম্প সিলগালা করে দিয়েছে প্রশাসন। উপজেলার চৌমাশিয়া (নওহাটা) মোড়ে অবস্থিত মেসার্স হক ফিলিং ষ্টেশন নামের এ পেট্রোল পাম্পটি সোমবার বিকেলে সিলগালা করে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, চট্রগ্রাম এর ডিলারশীপ নিয়ে মালিক আলহাজ্ব মো. সামসুল হক পাম্পটি চালু করেন। পরবর্তীতে ওই কোম্পানি থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয় এবং অন্য কোম্পানির তেল পাম্পে বিক্রি শুরু করে। এ ঘটনায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ওই পাম্পের ডিলারশীপ বাতিল করলেও সংশ্লিষ্ট পাম্প মালিক অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রি করে আসছিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারি আদেশে পেট্রোল পাম্পটি সিলগালা করা হয়।


পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন