চিরিরবন্দরে ফেন্সিডিল ও চুয়ানীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  16-04-2019 06:54PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অভিযান চালিয়ে ৩২ বোতল ফেন্সিডিল ও ১০ লিটার চুয়ানীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। গত ১৫ই এপ্রিল সোমবার চিরিরবন্দর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। ওইদিন সন্ধায় এস আই আরিফুল ইসলাম ও লিটনের নেতৃত্বে পুলিশ উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের তেলিপাড়ায় মোজাফফর হোসেন (৩২) বাড়িতে অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ লিটার চুয়ানীসহ তাকে আটক করে। ধৃত মোজাফফর হোসেন সাবেক গ্রাম পুলিশ মৃত আফছার আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং ১১।

অপরদিকে, একই রাতে আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্টহাটে এস আই আনোয়ার হোসেন ও আশরায় আলীর নেতৃত্বে পুলিশ এ অভিযান চালিয়ে ৩২ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তিকে আটক করলেও ছিট মহাদানী গ্রামের মৃত মকবৃল কসাইয়ের ছেলে মিতু কসাই নামে এক ব্যক্তি পালিয়ে যায়। ধৃতরা হলেন-পশ্চিম মহাদানী গ্রামের সাহামত আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫)। ধৃতদের বিরুদ্ধে মমাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং ১২। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম আটকের সত্যতা স্বীকার জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের এবং কোর্টে প্রেরণ করা হয়েছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন