ঈদ সামনে রেখে জাল নোটের ফাঁদ

  11-05-2019 05:44PM

পিএনএস ডেস্ক: ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে জাল নোট তৈরির চক্র। এরইমধ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১০ মে) কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ও চকবাজারের ইসলামবাগ এলাকায় এ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন- জীবন ওরফে সবুজ (২৮), জামাল উদ্দিন (৩২) ও বাবুল ওরফে বাবু (২৪)। এসময় তাদের কাছ থেকে ৪৫ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, দু’টি প্রিন্টার ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ডিবির (দক্ষিণ) সহকারী কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচরের একটি বাড়িতে অভিযান চালিয়ে জীবন ও জামালকে আটকসহ সাত লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চকবাজারের ইসলামবাগে অপর একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৬৮ হাজার জাল টাকাসহ বাবুলকে আটক করা হয়। মূলত ঈদকে সামনে রেখে চক্রটি সক্রিয় হয়ে উঠেছিল। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন