র‍্যাবের ২১ ঘণ্টার অভিযানে ১ কোটি ২২ লাখ টাকা জরিমানা

  26-05-2019 07:39PM

পিএনএস ডেস্ক : রাজধানীর চকবাজারে নকল কসমেটিক্স কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। টানা ২১ ঘণ্টার অভিযানে এক কোটি ২২ লাখ টাকা জরিমানা ও ছয়জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি জানান, শনিবার সকাল ১০টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত প্রায় ২১ ঘণ্টা চকবাজারের নকল কসমেটিক্স কারখানায়, গোডাউন ও দোকানে অভিযান চালানো হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানে ছয়জনকে দুই বছর করে কারাদণ্ড এবং এক কোটি ২২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৬টি দোকান, গোডাউন ও কারখানা বন্ধ করে দেওয়া হয়। এ সময় প্রায় ১০ কোটি টাকা মূল্যের নকল কসমেটিক্স জব্দ করে ডেমরার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্যানিটারি ল্যান্ডফিলে ধবংস করা হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন