দুই বছর ধরে চিকিৎসা দিয়ে আসছেন ২ ভুয়া চিকিৎসক

  09-07-2019 09:12PM

পিএনএস ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ল্যাবে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই হাসপাতালে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে আটক করা হয়।

আটককৃতরা হলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন (৪৩) এবং চেয়ারম্যান মায়া বেগম (৩৬)।

এসময় তাদের কাছ থেকে চিকিৎসক হিসেবে রোগী দেখার প্রেসক্রিপশন, বিভিন্ন প্যাথলজিক্যাল রিপোর্ট, এক্স-রে রিপোর্ট ও আল্ট্রাসনো রিপোর্ট উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ জানায়, আটককৃতরা চিটাগাং রোডের হাজী রজ্জব আলী সুপার মার্কেটের তৃতীয় তলায় সরকারি অনুমতি ছাড়াই ‘পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ল্যাব’ গড়ে তুলে নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে গত দুই বছর ধরে রোগী দেখে আসছিল।

এ দুজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন