গোয়েন্দা সংস্থার পরিচয়ে সচিবালয়ে তদবির করতে গিয়ে ধরা

  17-07-2019 06:17PM

পিএনএস ডেস্ক : গোয়েন্দা সংস্থার সদস্যের ভুয়া পরিচয়ে সচিবালয়ে তদবির করতে গিয়ে ধরা পড়লেন শাহিনুল ইসলাম নামের এক ব্যক্তি। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে তাকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা) মো. তমিজুল ইসলাম খানের কাছে ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তদবির করতে আসেন শাহিনুল। এর আগেও তিনি তদবির করেছেন। এবার সন্দেহ হলে তাকে জেরা করা হয়। জেরার মুখে তদবিরকারি শাহিনুল স্বীকার করেন, তিনি ডিজিএফআইয়ে কাজ করেন না। প্রতারনার বিষয়টি প্রকাশ হওয়ার পর পুলিশকে ডেকে আনা হয়। প্রতারক শাহিনুলের সঙ্গে কথা বলে জানা যায়, শাহিনুল ইসলামের গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে।

তার বাবার নাম সাইদুর রহমান। বর্তমানে তিনি মিরপুরের কাজীপাড়ায় থাকেন। আটক শাহিনুলের কাছে তথ্য অধিদফতরের একটি অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়া গেছে। কার্ডটি যাচাই করে এটিও ভূয়া বলে প্রমাণিত হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন