চিরিরবন্দরে দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান আটক

  20-07-2019 04:52PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মোকারম হোসেনকে আটক করেছে।

গত ১৬ জুলাই মঙ্গলবার দিবাগত রাত অনুমান ১০টায় উপজেলার ওকড়াবাড়িহাট হতে তাঁকে আটক করে পুলিশ। পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গত ২০ মে বিচারপতি মো. আশরাফুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩১টি ইটভাটা চালাতে কথিত “জাল আদেশ দেখানো এবং জাল নথি তৈরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হামিদ বাদী হয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশে একটি মামলা দায়ের করেছেন।” ওই মামলার সাঁইতাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. মোকারম হোসেনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। থানার বাপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম তাঁকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন