বাংলাদেশ-চীনা ব্যবসায়ীদের চৌদ্দ বিলিয়ন ডলারের চুক্তি সই

  15-10-2016 10:57AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশের সঙ্গে প্রায় চৌদ্দ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছেন চীনা ব্যবসায়ীরা। এই বিশাল বিনিয়োগ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই উৎসাহিত করবে মনে করছেন দেশের ব্যবসায়ী নেতারা। তাই এসব বিনিয়োগ অল্প সময়ে দৃশ্যমান করতে উদারনীতি গ্রহণের পরামর্শ বিশ্লেষকদের।

জ্বালানি, বস্ত্র, চামড়া ও প্রযুক্তিসহ বেশকিছু খাতে বিনিয়োগে এগিয়ে এসেছে চীনা ব্যবসায়ীরা। দুদেশের সরকারি-বেসরকারি পর্যায়ের ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে হয়েছে চুক্তি। এসবের আওতায় বিনিয়োগ আসছে প্রায় ১৪ বিলিয়ন ডলার।

ব্যবসায়ী নেতারা বলছেন বিভিন্ন খাতে নেয়া এসব প্রকল্পের আওতায় একক ও যৌথ অংশীদারিত্বে হবে শিল্প প্রতিষ্ঠান। এতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উৎসাহিত হবে সরাসরি বিদেশি বিনিয়োগ। কেটে যাবে জঙ্গিবাদ প্রশ্নে বিনিয়োগ বাধাগ্রস্থ হওয়ার ঝুঁকি।

এসব বিনিয়োগ চুক্তি স্বল্প ও দীর্ঘমেয়াদে ব্যবসার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একে কর্মসংস্থানসহ দুদেশের প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের সুযোগ হিসেবেও দেখছেন তারা।

বিশ্লেষকরা বলছেন এসব বিনিয়োগে কমে আসবে বাংলাদেশ-চীনের বাণিজ্য ঘাটতিও।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন