বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঢাকায়

  16-10-2016 06:22PM

পিএনএস: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তিনি দিনের সফরে ঢাকায় এসেছেন। রোববার বিকেলে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সময় উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিশ্বব্যাংক সদর দপ্তরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। ঢাকায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফানসহ সংস্থার কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ঢাকায় পৌঁছার পর রাজধানীর অভিজাত র্যাডিসন হোটেলে উঠেছেন জিম ইয়ং কিম।
এই সফরে ‘বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস’বাংলাদেশে পালনের পাশাপাশি ঢাকায় একটি বক্তৃতাও দেবেন জিম ইয়ং কিম।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন