সমস্যার সমাধান না হলে গার্মেন্টস বন্ধের হুমকি

  12-11-2016 07:41PM

পিএনএস: দেশের গার্মেন্টস সেক্টর সরকারি ও বেসরকারিভাবে অনেক হয়রানির শিকার হচ্ছে। অবিলম্বে এ সমস্যাগুলোর সমাধান করা না হলে আগামী এক বছরের মধ্যে সকল গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।

শনিবার রাজধানীর বিজিএমইএ ভবনে জার্নালিজম ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

সিদ্দিকুর রহমান বলেন, ‘হয়রানির কারণে পোশাক রপ্তানি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এমন চলতে থাকলে বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক খাত থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব হবে না।’

অনুষ্ঠানে ছয়জন সাংবাদিককে জার্নালিজম ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০১৫ দেওয়া হয়। সাংবাদিকদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।



পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন