১১ মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৮৮৪ কোটি টাকা

  05-12-2016 12:35PM

পিএনএস ডেস্ক: চলতি বছরের প্রথম ১১ মাসে পুঁজিবাজারে বিদেশি নিট বিনিয়োগ বেড়েছে ৮৮৪ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৭৯৬.৬২ শতাংশ বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে ৯৫৫ কোটি ২৫ লাখ টাকা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১০৬ কোটি ৫৩ লাখ টাকা। বিদেশি পোর্টফোলিওতে মোট লেনদেন হয়েছে ৭ হাজার ৭৯৭ কোটি ৩০ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ৬ হাজার ৭৭২ কোটি ২০ লাখ টাকা। সেই হিসেবে বেড়েছে ১৫.১৪ শতাংশ।

এসময়ে শেয়ার ক্রয় হয়েছে ৪ হাজার ৩৭৬ কোটি ২৭ লাখ টাকা। যা গত বছরের চেয়ে ২৭.২৪ শতাংশ বেশি। গত বছর যা ছিল ৩ হাজার ৪৩৯ কোটি ৩৭ লাখ টাকা। আর ১১ মাসে ৩ হাজার ৪২১ কোটি ২ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে বিদেশিরা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন