শিল্পে গ্যাস সংযোগ হবে তো?

  27-12-2016 03:27PM

পিএনএস, এবিসিদ্দিক : জ্বালানী প্রতিমন্ত্রী ক’দিন আগে ব্যবসায়ীদের বলেছেন, আগামী দুই বছরের মধ্যে শিল্পে গ্যাস সংযোগ দেয়া হবে। আসলে কি তা সম্ভব হবে? গ্যাসের সংকট যখন তীব্র আকার ধারণ করছে, উৎপাদন ও মজুদ যখন কমে আসছে তখন কি প্রতিমন্ত্রীর এই কথা কাজে আসবে? তীব্র গ্যাস ঘাটতি মোকাবেলায় ২০০৯ সালের ১ অক্টোবর থেকে সিলেট অঞ্চল ছাড়া সারা দেশে নতুন শিল্প ও বাণিজ্যিক সংযোগ প্রদান বন্ধ করে সরকার। পরে ২০১০ সালের ১৩ জুলাই নতুন আবাসিক সংযোগ প্রদানে নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে গ্যাস উত্তোলন দৈনিক ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হলে নতুন সংযোগ উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেয়া হয়। পরবর্তীকালে ২০১৩ সালের মে মাসে সরকার আবাসিকে গ্যাস সংযোগ উন্মুক্ত করে। কিন্তু আবাসিক এলাকায় গ্যাসের অপচয় হয়— এ বিবেচনায় আবারো দুই বছরের ব্যবধানে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হলো। ব্যবসায়ীরা শিল্পে গ্যাস পাওয়ার জন্য বার বার সরকারের কাছে ধর্ণা দিয়ে যাচ্ছেন। আর শিল্পে গ্যাস সংযোগ বন্ধ থাকায় শিল্প খাতে উৎপাদন কমছে, পাশাপাশি নতুন শিল্প চালু করা সম্ভবও হচ্ছে না।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন