হঠাৎ গভর্নরের সঙ্গে আরাস্তু খানের সাক্ষাৎ

  11-01-2017 02:52AM

পিএনএস ডেস্ক: ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আরাস্তু খান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার আরাস্তু খান সাক্ষাতের জন্য বাংলাদেশ ব্যাংকে গিয়েছেন।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার প্রথমবার গর্ভনরের সঙ্গে সাক্ষাৎ করেন আরাস্তু খান।

ব্যাংক সূত্রে জানা গেছে, সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ে গভর্নরের সঙ্গে আলাপ করেছেন। তবে, সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে তেমন কিছু জানা যায়নি। তবে তিনি গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যই নাকি গিয়েছেন।

বৃহস্পতিবার পর্ষদ সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নানকে সরিয়ে দেয়া হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হককেও সরানো হয়।

ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় আরাস্তু খানকে। আর নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে নির্বাচিত করা হয়। পরে সোমবার নতুন এমডি হিসেবে যোগ দিয়েছেন ইউনিয়ন ব্যাংকের এমডি মো. আব্দুল হামিদ মিঞা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন