শেয়ারবাজারে ইসলামী ব্যাংকের মূল্য বৃদ্ধির মাধ্যমে আরেক লুটপাট!

  11-01-2017 06:51AM

পিএনএস ডেস্ক : বাজার অর্থনীতিতে যখন কোনো পণ্য/মুদ্রা/প্রতিষ্ঠান/অবস্থা ইত্যাদি নিয়ে সাধারণ মানুষ/ভোক্তার মধ্যে কনফিউশন সৃষ্টি হয়, তখন যেই পণ্য/প্রতিষ্ঠান নিয়ে কনফিউশন সৃষ্টি হয়েছে সেটির প্রতি ভোক্তার আগ্রহ কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে আগ্রহটা আতঙ্কে পরিণত হয়। এতে ওই পণ্য/মুদ্রা/প্রতিষ্ঠানের দরপতন ঘটে।

এমন কনফিউশনের কারণে শেয়ার বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন একটি উদাহরণ হতে পারে। বিদেশের ক্ষেত্রে আমরা বেক্সিট, ট্রাম্পের নির্বাচিত হওয়া ইত্যাদি কনফিউশন সৃষ্টি করা ঘটনার পর বিশ্ববাজারে শেয়ারের দরপতন লক্ষ্য করেছি। এটাই নিয়ম।

বড় কোনো কোম্পানিতে আভ্যন্তরীণ অস্থিরতা বাইরে প্রকাশ হয়ে পড়লে, ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা ইত্যাদি দেখা দিলে সাথে সাথে শেয়ার মার্কেটে কোম্পানিটির দরপতন শুরু হয়।

কিন্তু ব্যতিক্রম দেখা গেল বাংলাদেশে!
ইসলামী ব্যাংককে ঘিরে যখন চরম অস্থিরতার সংবাদ ছড়াচ্ছে, কী হচ্ছে-না হচ্ছে তা নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে, তখন ব্যাংকটির শেয়ারের দাম বাড়ছে!

যেহেতু ইসলামী ব্যাংকের সাথে জামায়াতের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য সবাই জানে। ফলে জামাতের রাজনীতির 'শত্রু' বলে পরিচিত আওয়ামী সরকারের হস্তক্ষেপ ব্যাংকটির গ্রাহক/শেয়ারহোল্ডারদের জন্য অবশ্যই একটা বড় কনফিউশন তৈরি করার মতো বিষয়। কিন্তু শেয়ারবাজার বলছে তার কিছুই হয়নি! বরং ভোক্তার আস্থা আরো বেড়েছে!

একটি দৈনিক ৯ জানুয়ারি সংবাদ প্রকাশ করেছে, "ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে"।

অনেকে মনে করছেন, সরকার কারসাজির মাধ্যমে গ্রাহকদের সাথে প্রতারণা করতে নিজস্ব ব্যবসায়ীদের দ্বারা এই দাম বৃদ্ধি ঘটিয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন