কাল আসছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল, ১১ টায় অর্থমন্ত্রীর সাথে বৈঠক

  15-01-2017 07:04PM

পিএনএস, এবিসিদ্দিক : আগামীকাল সোমবার ঢাকায় আসছে বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তারা সকাল ১১ টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে তার সচিবালয় কার্যালয়ে বৈঠক করবেন। অর্থমন্ত্রণালয় সূত্রে জানা যায়,পদ্মা সেতুতে অর্থায়নে সম্পৃক্ত হওয়ার সম্মতি দেওয়ার পর এর বাস্তবায়ন কৌশল নির্ধারণ এবং করণীয় ঠিক করার বিষয়ে আলোচনা হবে।

বিশ্বব্যাংক ওয়াশিংটন অফিস থেকে আসা পাঁচ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দক্ষিণ এশীয় বিভাগের প্রধান জ্যাক স্টেইন। এদিকে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন নেপাল থেকে সোমবার ঢাকায় ফিরবেন। বিশ্বব্যাংকের ঢাকা অফিস সূত্র জানায়, পদ্মা সেতুর দুর্নীতি তদন্ত, প্রকল্প বাস্তবায়নে করণীয় চূড়ান্ত করতে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ঢাকায় অবস্থান কালে অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সর্ম্পক বিভাগ, সেতু বিভাগ, দুদকসহ (দুর্নীতি দমন কমিশন) সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন