তিন বছরে সাড়ে ৭৮ হাজার কোটি টাকার জ্বালানী তেল আমদানি

  12-02-2017 09:26AM


পিএসএস, এবিসিদ্দিক: গত তিন বছরে জ্বালানী তেল আমদানিতে ব্যয় হয়েছে সাড়ে ৭৮ হাজার কোটি টাকার বেশি(৭৮ হাজার ৬০৭ কোটি ৫৫ লাখ)।

এর মধ্যে গত ২০১৫-১৬ অর্থবছরে ব্যয় হয় ১৪ হাজার ৯৯৬ কোটি ৭৫ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ২৭ হাজার ২৩ কোটি ২৭ লাখ টাকা ও ২০১৩-১৪ অর্থবছরে ব্যয় হয় ৩৬ হাজার ৫৮৭ কোটি ৫৩ লাখ টাকা।

অপরদিকে একই সময়ে তেল আমদানি করা হয়েছে ১ কোটি ৫৫ লাখ ১ হাজার ৩৪৪ দশমিক ৭ টন। ২০১৫-১৬ অর্থবছরে আমদানি হয় (সব ধরণের জ্বালানী তেল) ৪৭ লাখ ৬৩ হাজার ৫১৬ দশমিক ৮৭ টন, ২০১৪-১৫ অর্থবছরে ৫৩ লাখ ৯৮ হাজার ৭৮৯ দশমিক ২০ টন আর ২০১৩-১৪ অর্থবছরে আমদানি করা হয় ৫৩ লাখ ৫১ হাজার ১৩৭ টন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন