যে কারণে রেমিটেন্স কমছে

  14-02-2017 08:50AM


পিএনএস, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক যাচ্ছে বেশি আর রেমিটেন্স আসছে কম। প্রকৃতপক্ষে রেমিটেন্স বেশি আসছে ঠিকই তবে অবৈধ পথে। গত ২০১৬ সালে বিদেশে শ্রমিক গেছে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন, আর রেমিটেন্স এসেছে ১ লাখ ৭ হাজার ২৯৪ কোটি ৬০ লাখ টাকা। ২০১৫ সালে শ্রমিক গেছে ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ জন আর রেমিটেন্স এসেছে ১ লাখ ১৯ হাজার ৩৬৩ কোটি ৬০ লাখ টাকা। ২০১৪ সালে শ্রমিক গেছে ৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জন আর রেমিটেন্স এসেছে ১ লাখ ১৫ হাজার ৯৬৯ কোটি ৬০ লাখ টাকা। ২০১৩ সালে শ্রমিক গেছে ৪ লাখ ৯ হাজার ২৫৩ জন আর রেমিটেন্স এসেছে ১ লাখ ৮ হাজার ৬৬ কোটি ৯০ লাখ টাকা আর ২০১২ সালে শ্রমিক গেছে ৬ লাখ ৭২ হাজার ৭৯৮ জন আর রেমিটেন্স এসেছে ১ লাখ ১৫ হাজার ৮০৬ কোটি ৯০ লাখ টাকা। সূত্র: বিএমইটি ও বাংলাদেশ ব্যাংক

বিদেশে শ্রমিক বেশি গেলেও বৈধ পথে রেমিটেন্স আসছে কম। অপরদিকে অবৈধ পথে টাকা আসায় সরকারি ভাবে রেমিটেন্স প্রবাহ কমে গেছে। প্রবাসীরা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বৈধ চ্যানেলের পরিবর্তে অবৈধ চ্যানেল বেছে নিচ্ছেন। ফলে একদিকে অব্যাহতভাবে কমছে প্রবাসী আয় বা রেমিটেন্স, অন্যদিকে বাড়ছে মানি লন্ডারিংয়ের ঘটনা। রেমিটেন্স বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও অবস্থার পরিবর্তন হচ্ছে না, যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারকরা। রেমিটেন্স কমে যাওয়ার কারণ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা কাজ শুরু করেছেন। তারা শিগগিরই মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এ মাসেই দুটি প্রতিনিধিদল ওই চারটি দেশ সফরে যাবে। দেশে ফিরে রেমিটেন্স কমার কারণ নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেবে তারা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন