গত ৫ বছরে বৈদেশিক সহায়তার অর্ধেক ছাড় পাওয়া গেলো

  15-02-2017 10:26AM


পিএনএস, নিজস্ব প্রতিবেদক: গত ৫ বছরে(২০১১-১২ থেকে ২০১৫-১৬ অর্থবছ) বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল ২৮ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার। আর একই সময়ে ১৪ দশমিক ০১ বিলিয়ন মার্কিন ডলার। প্রতি বছর গড়ে প্রতিশ্রুতি ছিল ৫ দশমিক ৭৪ বিলিয়ন ডলার আর প্রতিবছর গড়ে ছাড় পাওয়া গেছে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার।

বাংলাদেশ সরকার দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সাহায্য বেশি পেয়ে থাকে। গত ৫ বছরে দ্বিপাক্ষি সাহায্যের প্রতিশ্রুতি ছিল ৬৩ দশমিক ৯ আর বহুপাক্ষিক ছিল ৩৬ দশমিক ১ শতাংশ। গত ২০১৫-১৬ অর্থবছরের ছাড় ছিল ঋণ বাবদ ৮৪ দশমিক ১৭ শতাংশ আর অনুদান বাবদ ১৫ দশমিক ৮৩ শতাংশ। ঋণ হিসেবে পাওয়া যায় ৩ হাজার ৪৪৯ দশমিক ৯৭ মিলিয়ন ডলার আর অনুদান হিসেবে ছাড় পাওয়া যায় ২ হাজার ৯০৩ দশমিক ৬৮ মিলিয়ন ডলার।

গত অর্থবছরের সাহায্য প্রাপ্তির সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৪১৫ মিলিয়ন ডলার। এর মধ্যে ছাড় পাওয়া গেছে বহুপাক্ষিক খাত থেকে ২ হাজার ৩০৫ দশমিক ৮৩ মিলিয়ন আর দ্বিপাক্ষিক খাত থেকে পাওয়া গেছে ১ হাজার ১৪৪ দশমিক ১৪ মিলিয়ন ডলার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন