গত অর্থবছরে ভারতে সাথে বাণিজ্য ঘাটতি ছিল ৬০০ কোটি ডলার

  16-02-2017 09:26AM


পিএনএস, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে বার্ষিক পণ্য রফতানির মাত্র দুই শতাংশ হয় ভারতের বাজারে। অপরদিকে বাংলাদেশ পণ্য আমদানির দ্বিতীয় স্থানে ভারত। অর্থাৎ চীনের পরেই ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয়। আর বাংলাদেশের সব চেয়ে বেশি বাণিজ্য ঘাটতি ভারতের সাথে। ২০০৫-২০০৬ অর্থবছরে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ১৬০ কোটি ৬৫ লাখ ডলার। ১০ বছরের ব্যবধানে ২০১৪-১৫ অর্থবছরে এসে ঘাটতির এ পরিমাণ দাঁড়ায় ৫৯৭ কোটি ৩০ লাখ ডলার আর গত অর্থবছরে এই ঘাটতির পরিমাণ দাড়ায় প্রায় ৬০০ কোটি ডলারে।

বাংলাদেশ ব্যাংক ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩৩.৭৬ শতাংশ। যদিও এ সময়টায় ট্রানজিট থেকে শুরু করে বাংলাদেশের বন্দর ব্যবহার করার সুযোগসহ অনেক কিছু পেয়েছে ভারত। অর্থনৈতিক বিশ্লেষকদের ভাষায়, ভারতের সাথে বাণিজ্যিক সুসম্পর্ক কেবলই দেয়ার। ত্যাগে আনন্দিত এ দেশের।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন