৮ মার্চে রিজার্ভ কমে দাড়ালো ৩০,১৩৭ মিলিয়ন ডলারে

  18-03-2017 11:27AM

পিএনএস, এবিসিদ্দিক : গত ৮ মার্চ পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাড়ালো ৩০,১৩৭ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ রিজার্ভ কিছুটা কমে গেলো, কমলো রেমিটেন্সও। চলতি বছরের ৩ জানুয়ারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার। রেমিটেন্স কমায় রিজার্ভ কমছে। এ বছর জুলাইয়ের শেষ সপ্তাহে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। সে সময় রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, এপ্রিলে বৈদেশিক মুদ্রার মজুদ ২৯ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা তখন বলেছিলেন, সময়োপযোগী বৈদেশিক মুদ্রা মজুদ ব্যবস্থাপনার কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়ছে। এছাড়া আন্ততর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যের দাম কম থাকায় পরিমাণের দিক দিয়ে আমদানি বাড়লেও বৈদেশিক মুদ্রার তুলনামূলক ব্যয় কম হচ্ছে। পাশাপাশি এবার রফতানিতেও ভালো প্রবৃদ্ধি আছে। প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত রেমিট্যান্স পাঠাচ্ছেন।

সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার মজুদ নতুন এ মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি নিয়ে বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হলেও গত ২৫ এপ্রিল ২৯ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। তার আগে ২৫ ফেব্রুয়ারি রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার ছাড়ায়। গত বছরের জুন শেষে রিজার্ভ ছিল ২৫ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। অর্থাৎ গত এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ৫ বিলিয়ন ডলার যোগ হয়েছে। রিজার্ভের দিক দিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে ভারত। দেশটির রিজার্ভের পরিমাণ ৩২০ বিলিয়ন ডলারের বেশি।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন