আট মাসে লক্ষ্য মাত্রার চেয়ে রফতানি আয় কমেছে ৫ দশমিক ৮ শতাংশ

  20-03-2017 10:49AM


পিএনএস, এবিসিদ্দিক: চলতি অর্থবছরে ৮ মাসে(জুলাই-ফেব্রুয়ারী) রফতানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে ৫ দশমিক ০৮ শতাংশ। তবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেড়েছে ৩ দশমিক ২২ শতাংশ। চলতি অর্থবছরের ৮ মাসে আয় হয়েছে ২২,৮৩৬ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার। অধিকাংশ দেশেই রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

এর মধ্যে অষ্ট্রিলিয়ায় ১৮ দশমিক ৯০, ফুজি ১৯ দশমিক ২২, নিউজারল্যান্ড বেলজিয়াম ১৫ দশমিক ৬২, কানাডা ১২ দশমিক ৯৬, ফ্রন্স ২ দশমিক ২১, রোমানিয়া ৯৯ দশমিক ৯০, ভারত ৬ দশমিক ৪৮, জাপান ১৩ দশমিক ৪৮, মালয়েশিয়ায় ১ দশমিক ৭৩, সিংগাপুর ২৯ দশমিক ৭৫, দুবাই ২৬, লন্ডন ১৪ দশমিক ৪৭, ওয়শিংটন ১২ দশমিক ১৯, বাহরাইন ২৬ দশমিক ৫০, ভুটান ৩৬ দশমিক ৩৬, জর্দান ১৬ দশমিক ৩৫, কোরিয়া ২০ দশমিক ২৯, কুয়েত ২৭ দশমিক ৬৮, ইয়েমেন ৫৬ দশমিক ৬০, লিবিয়া ৩৯ দশমিক ৬৯, মস্কো ২৩ দশমিক ৬৬, সৌদি ২১ দশমিক ৪৫, এ্যাঙ্গোলা ৪০ দশমিক ৪৫ ও দক্ষিণ আফ্রিকায় কমেছে ৪১ দশমিক ২২ শতাংশ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন