‘ইসলামী ব্যাংক শরীআহ ভিত্তিক ব্যাংক’

  21-03-2017 08:11AM

পিএনএস ডেস্ক: ইসলামী ব্যাংক শরীআহ ভিত্তিক ব্যাংক বলে মন্তব্য করেছেন, ব্যাংটির সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।
তিনি বলেন, ইসলামী ব্যাংক শরীআহ ভিত্তিক ব্যাংক। শতভাগ ইসলামী অর্থনীতি মেনেই এ ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়।
সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নবাবপুর রোড কর্পোরেট শাখায় ‘শরীআহ্ সচেতনতা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শামসুজ্জামান।
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরীআহ্ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান মো. শামসুল হুদা ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন