চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.১৫%: অর্থমন্ত্রী

  08-04-2017 05:55PM

পিএনএস : চলতি ২০১৬-১৭ অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ১৫ শতাংশ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ৪৬তম আবর্তনের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

তবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর ঝুড়ি নয়। বাংলাদেশের অর্থনীতি এখন এগিয়ে যাওয়ার অর্থনীতি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়া আমাদের একটি বড় স্বপ্ন। আমরা আশা করছি এবার আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ১৫ শতাংশে উন্নীত হবে।

বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় আলাদা বাজেটের দাবির পরিপ্রেক্ষিতে আগামী বাজেটে গবেষণায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন বল জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইতোমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন