‘কোনো ব্যাংকেই নিয়ম মেনে নিয়োগ হয়নি’

  21-04-2017 02:48AM


পিএনএস ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, সরকারি-বেসরকারি কোনো ব্যাংকেই যথাযথ প্রক্রিয়া মেনে নিয়োগ হয়নি। যে ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনা ভালো, সেই ব্যাংকও ভালো। কর্মকর্তাদের নৈতিকতায় কোনো ব্যাঘাত ঘটলে সরাসরি ব্যবস্থা নিতে হবে। প্রশাসনিক ব্যবস্থা না নেয়ার ফলেই অনিয়ম বাড়ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘২০১৬ সালে ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক পর্যালোচনা কর্মশালার প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

বিআইবিএম মহাপরিচালক তৌফিক আহমাদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান বলেন, অনেক সময় ব্যাংকগুলোতে দেখা যাচ্ছে, পদত্যাগ করার পরও ছাড়পত্র দেয়া হচ্ছে না। অনেককে পদত্যাগ করার পর বিভিন্ন অভিযোগ দেয়া হচ্ছে।

প্যানেল আলোচনায় ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক জন সরকার বলেন, ব্যাংকিং খাতে ভালো ব্যবহারসম্পন্ন কর্মকর্তা কমে যাচ্ছে। কর্মকর্তাদের মধ্যে প্রাণবন্ত ভাব আর নেই। ফলে সেবা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী বলেন, নতুন ব্যাংকগুলো কম যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে যাচ্ছে; যা ব্যাংক কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা তৈরি করছে। এটা পুরো খাতের জন্য বিপজ্জনক।

কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা বলেন, বিভিন্ন সময়ে অনেক কর্মকর্তা বড় ঋণ দিয়ে পদোন্নতি পেয়ে থাকেন। পরে তারা অন্য ব্যাংকেও পদোন্নতি নিয়ে যান। পরে এসব ঋণখেলাপি হয়ে যায়, তবে ওই কর্মকর্তা থেকে যান ধরাছোঁয়ার বাইরে। ব্যাংকের সবাইকে এ ঋণখেলাপির দুর্ভোগ পোহাতে হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন