পৌনে ৩ লাখ বিও হিসাব বন্ধ

  03-08-2017 10:46AM

পিএনএস ডেস্ক: জুলাই মাসে পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট (বিও হিসাব) বন্ধ হয়েছে পৌনে ৩ লাখ। ইলেক্ট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ধ হওয়া এসব বিও হিসাবের মধ্যে নতুন বছরের জন্য নবায়ন ফি না দেয়া ১ লাখ ৩২ হাজার ২৩৯টি বিও হিসাব রয়েছে। বাকি বিওগুলো বন্ধ হয়েছে বিভিন্ন কারণে।

বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেন সিডিবিএল’র কর্মকর্তা শুভ্রকান্তি চৌধুরী। তিনি বলেন, প্রতি বছরের মতো গত ৩০ জুন বিও হিসাবগুলো নবায়নের শেষ সময় ছিল। তা না করায় বেশ কিছু বিও বন্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন, তবে যেসব বিও হিসাবে শেয়ার থাকবে সেগুলো সাসপেন্ড (স্থগিত) করা হয়েছে। তারা নবায়ন ফি দিয়ে বিও হিসাবটি সচল করতে পারবেন।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন