বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

  17-08-2017 03:27PM

পিএনএস ডেস্ক: বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে পাথুরে ভূমি থেকে আহরিত জ্বালানি তেল (শেল) উত্তোলনের পরিমাণ হ্রাসের পাশাপাশি মার্কিন প্রশাসনের জ্বালানি বিষয়ক সর্বশেষ সরকারি তথ্য প্রকাশও পণ্যটির দাম বাড়ায় ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।

ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে একদিন আগের তুলনায় ১৬ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে বুধবার যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল তেল বিক্রি হয় ৪৭ ডলার ৭১ সেন্ট (বাংলাদেশি প্রায় ৩ হাজার ৮৫০ টাকা)।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন