সোনালী ব্যাংকের নতুন জিএম হিসেবে পদোন্নতি পেলো গোপীনাথ

  25-09-2017 08:06AM

পিএনএস ডেস্ক: সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন গোপীনাথ দাস। রোববার ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোপীনাথ দাস, জিএম হিসেবে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার’স অফিস, সিলেট-এ যোগদান করেছেন। এর আগে তিনি রাজধানীর মিরপুরে ব্যাংকের প্রিন্সিপাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

গোপীনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বিষয়ে বি.এস.সি (সম্মান) ও এম.এস.সি. ডিগ্রী অর্জন করেন।

তিনি ১৯৮৪ সালে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করে তার কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ চাকুরি জীবনে তিনি বিভিন্ন-শাখা প্রধান, প্রিন্সিপাল অফিস প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে সফলতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

গোপীনাথ দাস ১৯৫৯ সালে শরিয়তপুর জেলার নড়িয়া থানার মাশুরা গ্রামে জন্মগ্রহণ করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন