৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানি করবে সরকার

  12-10-2017 12:21AM

পিএনএস ডেস্ক: বন্যার কারণে সৃষ্টি হওয়া খাদ্য ঘাটতি মোকাবেলায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানি করবে সরকার। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০১৭-২০১৮ অর্থবছরের প্যাকেজ-৫ এর আওতায় এ চাল কেনা হবে।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব কমিটি অনুমোদন করেছে। প্রতি টন চালের দাম পড়বে ৪২৭ মার্কিন ডলার। সে হিসাবে সরকারের মোট খরচ হবে ১৭৭ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকা।

তিনি বলেন, বাংলাদেশি সরবরাহকারী প্রতিষ্ঠান পাবনার মেসার্স রবিউল ইসলাম এ চাল সরবরাহের কাজ পেয়েছে। এছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরকারের ১৮টি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

“এর মধ্যে রয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে চুক্তিবদ্ধ ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের মধ্যে ১ম লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগ গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন। এতে প্রতি টন ২৩৭ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ৫৮ কোটি ২৪ লাখ ৯৯ হাজার টাকা।”

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‌স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা’ শীর্ষক প্রকল্পের পরামর্শক সেবা ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে নিয়োগ পায় যুক্তরাষ্ট্রের মেসার্স এনএপি ওয়াল্ড লিমিটেড। এতে ব্যয় হবে ৪৫ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার টাকা।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৮ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল স্তরে বিনামূল্যে ১০২টি লটে এক কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৬৯১টি পাঠ্যপুস্তক কাগজসহ মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য ব্যয় হবে ১১২ কোটি ৮৯ লাখ ২৮ হাজার টাকা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন