এবার ফারমার্স ব্যাংকের শেয়ার কিনতে পারবে সরকারি ব্যাংক

  08-05-2018 11:52PM

পিএনএস ডেস্ক : সরকার বন্ধের উপক্রম নতুন প্রজন্মের ফারমার্স ব্যাংকটি বাঁচাতে সরকারি ব্যাংকগুলোর নামে শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে।

এখন সেই শেয়ার কেনার ক্ষেত্রেও আইন মানতে হবে না সরকারি ব্যাংকগুলোকে। এ ক্ষেত্রে ব্যাংক কোম্পানির আইন পরিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের প্রদত্ত ক্ষমতাবলে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংককে দি ফারমার্স ব্যাংকের শেয়ার ক্রয় ও ধারণের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ১৪(ক) ধারা এবং ২৬(ক) ধারার বিধান পরিপালন হতে সাধারণভাবে অব্যাহতি প্রদান করা হলো।

এ ছাড়া ওই চার ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের পক্ষে তাদের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) দি ফারমার্স ব্যাংকের পর্ষদে প্রতিনিধি পরিচালক নিযুক্তির ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ২৩(১) এর (ক) ধারার বিধান পরিপালন হতে সাধারণভাবে অব্যাহতি প্রদান করা হলো।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন