এমডি শূন্য জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, অবৈধ এমডির স্বাক্ষরে পরিচালিত!(পর্ব ১)

  16-07-2018 02:25PM

পিএনএস (জে এ মোহন): এমডি শূন্য জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।বিমা আইন লঙ্ঘন করে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ ছাড়াই পরিচালিত হচ্ছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান ১৮ মাস যাবত সিসি হিসেবে রয়েছেন। তিনিই এখন (সিসি) থেকে এমডির স্বাক্ষর করছেন যা বীমা আইনে সম্পূর্ণ অবৈধ।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম পরিচালনা পর্ষদ সভায় (১৪ ডিসেম্বর ২০১৬) এস এম নুরুজ্জামানকে মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি)’র চলতি দায়িত্ব দেয়া হয়।

যেখানে বিমা আইন বলা হয়েছে একজন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) সর্বোচ্চ ৯০ দিন থাকতে পারবেন। ৯০ দিনের বিধান থাকলেও এস এম নুরুজ্জামান ১৮ মাস যাবত একই পদে বহাল রয়েছেন। অথচ বিমা আইন অনুযায়ী এমডি পদে নিয়োগ পেতে হলে বিমা কোম্পানিতে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এ বিষয়ে মূখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা-২০১২ তে বলা হয়েছে, বিমা কোম্পানির এমডি পদে নিয়োগ পেতে একই শ্রেণির বিমা কোম্পানিতে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতাসহ এমডির অব্যবহিত নিম্নপদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথচ মি. নুরুজ্জামানের কাজের অভিজ্ঞতা রয়েছে ১২ বছর।

অনুসন্ধানে জানা গেছে, এমডি শূন্য জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। বর্তমানে প্রতিষ্ঠানটিতে এস এম নুরুজ্জামান এমডি পদে চলতি দায়িত্ব(সিসি)পালন করছেন। তবে বিমা আইনে এমডি পদে সিসি নিয়োগের বা দীর্ঘ দিন থাকার কোনো বিধান নেই। এছাড়া আইন অনুযায়ী ৩ মাসের বেশি এমডি পদ খালি রাখা যাবে না। প্রশাসক নিয়োগের ব্যবস্থা করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ)। তবে দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত এমডি নিয়োগে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহন করতে পারেনি সংস্থাটি।

এ বিষয়ে মি. নুরুজ্জামান বলেন, এমডি (সিসি) পদে নিয়ম অনুযায়ী এতো দিন থাকা যায় না।তবে এখানে আমার কিছু করার নেই। কোম্পানির চেয়ারম্যানের আর ইদরার(আইডিআরএ) একতিয়ার। আমি এ বিষয়ে ইতিমধ্যে ইদরার(আইডিআরএ) কাছে আবেদন করেছি। তাঁরা (আইডিআরএ) যদি বিষয়টি না দেখেন আমার কি করার আছে?। আমি চাইলেও তো সরে যেতে পারি না। কোম্পানি যত দিন রাখবে আমি ততদিনই থাকবো।

এ বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রয় কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যানের শফিকুর রহমান পাটোয়ারী ও সদস্য লাইফ এম মোশারফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে তিনি কথা বলতে নারাজ। তবে চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী বলেন, আইডিআরএ এর সকল বিষয় জানেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদস্য গকুল চাঁদ দাস। উনার সাথে যোগাযোগ করতে বলা হয়। বর্তমানে গকুল চাঁদ দেশের বাহিরে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন