‘চার হাজার কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে’

  31-07-2018 05:25PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেছেন, বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে চার হাজার কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (জুলাই ৩১) ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডেপুটি গভর্নর এসব কথা বলেন।

রাজি হাসান বলেন, আমদানির আড়ালে বিদেশে নিয়ে যাওয়া চার হাজার কোটি টাকার অনিয়ম হয়েছে দেশের বেশ কয়েকটি ব্যাংকে। এসব ব্যাংকে পরিদর্শন কার্যক্রম চালানোর পর এসব অনিয়ম ধরা পড়েছে। আমরা এ টাকার অনিয়মের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে প্রয়োজনীয় তথ্য দিয়েছি। তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন