‘বেসরকারি ব্যাংকের কৃষি ঋণের সুদ অনেক বেশি’

  24-11-2018 03:37PM





পিএনএস ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির জানিয়েছেন, দেশের অধিকাংশ বেসরকারি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ৯ শতাংশের বেশি সুদে কৃষি ঋণ বিতরণ করছে। অনেক ক্ষেত্রে তা দ্বিগুণেরও বেশি হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং ভালো ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

আজ শনিবার রাজধানীর একটি অভিজাত ক্লাবে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আল আরাফাহ ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করতে যাচ্ছে। এটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।

তিনি বলেন, প্রতি বছর আমরা কৃষি ঋণ বিতরণের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিলেও অধিকাংশ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বিশেষ করে বিদেশি ব্যাংকগুলো মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউটের (এমএফআই) মাধ্যমে ঋণ বিতরণ করছে। সেটা ঠিক আছে। কিন্তু ঋণের সুদ কিন্তু আর ৯ শতাংশের মধ্যে থাকছে না।

তিনি বলেন, সুদের হার দ্বিগুণের বেশি হারে চলে যাচ্ছে। কারণ এমএফআই-এর সুদের হার অনেক বেশি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন