টানা চারদিন পরে খুলছে ব্যাংক

  01-01-2019 08:31AM

পিএনএস ডেস্ক: টানা চারদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার খুলছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজার। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে উপলক্ষে গত ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন দেশের সব ব্যাংক ও ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও শেয়ারবাজার বন্ধ ছিল। ছুটি শেষে ১ জানুয়ারি মঙ্গলবার খুলছে এসব প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন দেশে সাধারণ ছুটি ছিল। এর আগে ২৮ ও ২৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার। ওই দুইদিন সাপ্তাহিক সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। এছাড়া ৩১ ডিসেম্বর দেশের ব্যাংকগুলো ‘ব্যাংক হলিডে’ পালন করে। ওইদিন সব ব্যাংকে লেনদেন বন্ধ ছিল। এ হিসেবে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা চারদিন দেশের কোনো ব্যাংকেই লেনদেন হয়নি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন