দু’বছরের মধ্যেই শীর্ষে থাকবে ভারত

  09-01-2019 10:17AM

পিএনএস ডেস্ক: আগামী দু'বছরে দ্রুততম অর্থনীতির দৌঁড়ে এগিয়ে থাকবে ভারত। সম্প্রতি বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির জিডিপি ৭ দশমিক ৩ থেকে বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৫ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অর্থনীতির শীর্ষে থাকবে দেশটি।

২০১৯-২০ সালে চীনের অর্থনীতি কিছুটা দূর্বল হয়ে পড়তে পারে। ৬ দশমিক ২ শতাংশ থেকে জিডিপি কমে ৬ শতাংশ হতে পারে।

বিশ্ব ব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট অনুযায়ী, বিনিয়োগ ও ব্যবহার দুই ক্ষেত্রেই এগিয়ে যাবে ভারত। ফলে অর্থনীতিও চাঙ্গা থাকবে। অন্যদিকে, ২০১৭ সালে ৬ দশমিক ৯ শতাংশ জিডিপি হারে ভারতের থেকে এগিয়ে ছিল চীন।

কিন্তু এই চিত্রটাই বদলে যেতে পারে আগামী দু’বছরে। ২০১৯-২০ সালেও জিডিপির গড় হার ৭ দশমিক ৫ শতাংশের কাছাকাছি থাকবে। ওই রিপোর্টের পূর্বাভাস অনুযায়ী, দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি হিসেবে শীর্ষে থাকবে ভারতই।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন