এফবিসিসিআই নির্বাচন ২৭ এপ্রিল

  06-02-2019 01:15AM

পিএনএস ডেস্ক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (ফেব্রুয়ারি) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৯-২০২১ সেশনের এই নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানানো হয়।

তফসিলে এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।

সেইসঙ্গে আগামী ২৭ ফেব্রুয়ারি সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম পাঠানোর সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

তসসিল অনুযায়ী, আগামী ৬ মার্চ নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। সংশোধনীর পর ১৮ মার্চ তা চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে।

এছাড়া আগামী ২৫ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী আশরাফ এমপি। পাশাপাশি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিনকে রাখা হয়েছে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে।

এবারও এফবিসিসিআই’র ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মনোনীত হবেন বাকি ২৪ জন পরিচালক।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১৪ মে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এফবিসিসিআইয়ের। সে সময় অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত হয়েছিলেন বর্তমান সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন