বিশ্বব্যাংক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: পরিকল্পনা মন্ত্রী

  10-02-2019 09:59PM

পিএনএস ডেস্ক : বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বব্যাংকের অবদান রয়েছে। সব সময় বাংলাদেশের পাশে ছিল, আগামীতের উন্নয়নের ধারাবাহিকতায় পাশে থাকবে এই বহুজাতিক উন্নয়ন সহযোগী সংস্থাটি।

আজ রোববার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের ঢাকা আবাসিক মিশনের বিদায়ী কান্ট্রিডিরেকটর চিমিয়াও ফান পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।

পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিদায়ী কান্ট্রিডিরেক্টর চিমিয়াও ফান অত্যন্ত খুশি। তিনি বলেছে, গত সাড়ে তিন বছরে আমার চোখের সামনে বাংলাদেশের বিশ্বয়কর অগ্রগতি হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। বিশ্বব্যাংক আগের মতো আগামীতেও বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

এম এ মান্নান বলেন, চিমিয়াও ফান আরও বলেছেন, বাংলাদের রূপান্তর দেখে গেলাম। আমার সময়ে বিশ্বব্যাংক সব চেয়ে বেশি অর্থ ছাড় করেছে। এটা খুব ভালো সংবাদ। বাংলাদেশের অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করার সক্ষমতা হয়েছে।

এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য নতুন কোনো প্রকল্প নিলে বিশ্বব্যাংক সহায়তা করবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন