বাজেট প্রণয়নে সমন্বয়হীনতা দূর করতে একক বাজেট চালু

  13-02-2019 08:52PM

পিএনএস ডেস্ক: বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সমন্বয়হীনতা ও দ্বৈততা দূর করতে একক বাজেট পদ্ধতিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া চালু করেছে সরকার।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়, একক বাজেট পদ্ধতিতে নির্দিষ্ট মেয়াদে বাস্তবায়নের জন্য গৃহীত কর্মসূচিতে সংশ্লিষ্ট দফতর/সংস্থা সমূহের নিয়মিত বাজেটের আওতাভুক্ত কার্যক্রমসমূহ এবং অনাবর্তক প্রকৃতির বিনিয়োগ সংক্রান্ত ও সংস্কারধর্মী বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

কর্মসূচির অন্তর্ভুক্ত অনাবর্তক প্রকৃতির বিনিয়োগ সংক্রান্ত ও সংস্কারধর্মী টাস্ক/কার্যক্রমসমূহ স্কিম গ্রহণের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। তাছাড়া কর্মসূচি সমন্বয়/বাস্তবায়ন ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য পৃথক স্কিম গ্রহণ করা যেতে পারে। একক বাজেট পদ্ধতিতে বাস্তবায়নের জন্য গৃহীত কর্মসূচির আওতায় স্কিম চিহ্নিতকরণ, প্রণয়ন, যাচাই, অনুমোদন/সংশোধন, বাস্তবায়ন এবং পরিবীক্ষণ ও মূল্যায়নের বিষয়ে বেশকিছু পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন