‘খাদ্য গুদামগুলো ডিজিটালাইজ করে মন্ত্রণালয় থেকে কন্ট্রোল করা হবে’

  15-02-2019 06:29PM

পিএনএস ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ‘বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমরা পুষ্টি ও নিরাপদ খাদ্যের জন্য ব্যবস্থা নিচ্ছি। এই মন্ত্রণালয়ের উন্নয়নমূলক পরিকল্পনা আছে। সকল উপজেলা খাদ্য গুদামগুলোতে ডিজিটলাইজড করে আমরা মন্ত্রণালয় থেকে কন্ট্রোল করতে চাই। কোড নম্বর চাপলে যেন সব এলএসডির পজিশন দেখা যায়।’

শুক্রবার সকালে নওগাঁ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বেলকন-বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই আমন সংগ্রহ ৭ লাখ মেট্রিক টন হয়েছে। বাজার এখন স্থিতিশীল আছে। খাদ্যে কোন অসুবিধা তো হবেই না। বরং নিরাপদ খাদ্যের জন্য ভেজাল খাদ্য পরিহার করার জন্য সবাইকে সচেতন হতে হবে। নিজেরা যদি সচেতন না হই, তাহলে সরকার বা আইন দিয়ে সমস্যা সমাধান করা যাবে না।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, বেলকোন গ্রুপের সত্ত্বাধিকারী বেলাল হোসেন, টুর্নামেন্টের আহ্বায়ক ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ক্রীড়া সংগঠকসহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন