ঋণ খেলাপিদের দেওয়া বিশেষ সুযোগ স্থগিত

  22-05-2019 10:00PM

পিএনএস ডেস্ক : ঋণ খেলাপিদের দেওয়া বিশেষ সুযোগ স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের ওপর আগামী ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছেন। ফলে আগামী ২৪ জুন পর্যন্ত বিআরপিডির সার্কুলার নম্বর-৫-এর কার্যকারিতা স্থগিত থাকবে।

প্রসঙ্গত, গত ১৬ মে দেশের ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ দিয়ে সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারের ফলে ঋণখেলাপিরা মাত্র দুই শতাংশ ডাউনপেমেন্ট দিয়েই ঋণ পুনঃতফসিল করার কথা ছিল। পুনঃতফসিল হওয়া ঋণ পরিশোধে তারা সময় পেতেন টানা ১০ বছর। এক্ষেত্রে তাদের প্রথম এক বছর কোনও কিস্তি দিতে হতো না।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন