আবার বাড়ল সোনার দাম

  24-07-2019 05:17AM

পিএনএস ডেস্ক:আবারও বাড়ল সোনার দাম। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ১৭০ টাকা দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫৩ হাজার ৩৬২ টাকা।

মঙ্গলবার বাজুস এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

এর আগে গত ৩ জুলাই থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছিল ৫২ হাজার ১১৯৬ টাকা।

বাজুসের ঘোষণা অনুযায়ী বুধবার থেকে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ৫৭৫ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ৫৩ হাজার ৩৬২ টাকা।

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরদিন ১৪ জুন সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল।

অবশ্য এর তিন দিনের মাথায় ১৮ জুন সংগঠনটি প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয়। এরপর আবার গত ৩ জুলাই সোনার দাম বাড়ায় জুয়েলার্স সমিতি।

সর্বশেষ মঙ্গলবার সোনার নতুন ঘোষণা অনুযায়ী ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরিতে বাড়ছে ১ হাজার ১৭০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম।

বাজুস জানায়, নতুন ঘোষণা অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ৫১ হাজার ৩০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ৪৪ হাজার ৮৪৪ টাকা। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম অপরিবর্তিত থাকছে (২৭ হাজার ৫৮৫ টাকা)। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দামও থাকছে আগের মতোই ১ হাজার ৫০ টাকা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন