আজ থেকে ট্যানারি মালিকদের কাঁচা চামড়া কেনা শুরু

  17-08-2019 09:41AM


পিএনএস ডেস্ক: আজ থেকে কাঁচা চামড়া কেনা শুরু করবে ট্যানারি মালিকরা। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান ফারুক বলেন, ‘কাল (আজ) সমিতির সঙ্গে আড়তদারদের একটি সভা আছে। এরপর সিদ্ধান্ত হবে চামড়া কিভাবে বিক্রি হবে। অনেকেই দেখা গেছে আগে টাকা নিয়ে কোনো ট্যানারির জন্য চামড়া কিনে রেখেছে। ওই ট্যানারি কাল (আজ শনিবার) থেকে চামড়া নেওয়া শুরু করবে। আবার বেশির ভাগ আড়তদার পছন্দমতো ট্যানারির কাছে কালকেই (আজ) চামড়া বিক্রি করবে।’

আজ শনিবার থেকে চামড়া কেনার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ট্যানারস্ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শাখাওয়াত উল্লাহ গতকাল বলেন, ‘কাল (আজ) থেকে লবণজাত চামড়া ট্যানারির মালিকরা কেনা শুরু করবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।’

গতকাল শুক্রবার লালবাগের পোস্তা এলাকায় সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ আড়তে লবণ দিয়ে স্তূপাকারে রাখা হয়েছে কোরবানির পশুর চামড়া। রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে কোরবানির পশুর চামড়া এলেও গতকাল কাঁচা চামড়া আসেনি আড়তে। তাই অলস সময় পার করছে আড়তে কর্মরত শ্রমিকরা। মালিকরাও করছে লাভ-লোকসানের হিসাব।

কত করে, কোন হিসাবে চামড়া কিনেছেন এবং কত টাকায় বেচবেন—জানতে চাইলে পোস্তার ওয়াটার ওয়ার্কস রোডের মেসার্স বিজু এন্টারপ্রাইজের মালিক মোর্শেদ হাসান বিজু বলেন, ‘৫০০-৭০০ টাকায় চামড়া সংগ্রহ করেছি। লবণ, লেবার আর আড়ত খরচ আছে আরো ২০০ টাকার মতো। দেখি কত টাকা বিক্রি করতে পারি। পার্টি দেখে চামড়া বিক্রি করব। গত বছরের এক কোটি ২০ লাখ টাকা এখনো পাওনা। ট্যানারি মালিকরা টাকাই দিতে চায় না। নিজের টাকায় চামড়া কিনে তাদের তাজা করছি। একেকজনের বাড়ি-গাড়ি সবই আছে। কিন্তু পাওনা টাকা দিতে গেলে নাই।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন