হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

  18-08-2019 05:39PM

পিএনএস, ঈদুল আজহা ও অন্যান্য ছুটিতে গত ৮দিন ধরে বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুরোদমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রোববার ভারত থেকে টমেটো, চীনা বাদাম সহ বিভিন্ন পণ্যবাহী ভারতীয় ট্রাক দেশে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

বন্দরের বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, গত ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সহ সাপ্তাহিক ছুটির কারণে ১০ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরফলে ৮দিন ধরে এই বন্দরের মাধ্যমে সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। রোববার থেকে এ কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

কামাল হোসেন রাজ বলেন, 'রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভারত থেকে পণ্যবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করলে পুরোদমে বন্দরের সকল কার্যক্রম শুরু হয়। এছাড়া বন্দর ব্যবহারকারীদের মধ্যেও ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা।'

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন